অবৈধ বালু উত্তলনের দায়ে ১৫ জন অটক ১২ জনকে ১মাসের কারাদন্ড।
মুন্সীগঞ্জেেে গজারিায় অবৈধ উত্তলনের দায়ে ১৫ জন অটক ১২ জনকে ১মাসের কারাদন্ড।
অালমগীর হোসেন মিঞা(মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় সোমবার বালুয়াকান্দীর মুদারকান্দী এলাকায় মেঘনা নদীতে প্রশাসনের অভিযানে ৪টি বলগেট থেকে ১৫জনকে আটক করে। পরবর্তীতে ১২ জনকে ১ মাসের সাজা প্রদান করেন গজারিয়া উপজেলা সহকারি ভূমি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম ইমাম রাজী টুলু।
এ বিষয়ে বৈধ লাইসেন্সধারী মুন্সীগঞ্জের আফছার উদ্দিন আফসু চেয়ারম্যান জানান, আমার লাইসেন্স দিয়ে মেঘনা উপজেলা চেয়ারম্যান অনেক বদনাম করেছেন। আমার ড্রেজার দিয়ে আর মাটি কাটতে দিব না। আমার সুনাম নষ্ট হচ্ছে বদনাম হচ্ছে। আমি আগামী কালই আমার ইজারা আত্মসমর্পণ করে ইজারি বন্ধ করে দিব।
এ বিষয় কুমিল্লা জেলার মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন সিকদার জানান, মাটি কাটে ড্রেজার দিয়ে জব্দ করলে ড্রেজার জব্দ করবে বলগেট ধরলো কেন?
এক মাসের সাজা প্রাপ্তরা হলো বলগেট এমবি সায়হান থেকে আটককৃত ৪ জন হলো মো: বিল্লাল (২১) পিতা মোস্তফা জেলা- বরগুনা, মো: আবুল (৪০) পিতা মো: শহিদ জেলা- লক্ষীপুর, মো: জাহিদ (২১) পিতা আলমগীর পটুয়াখালি। মা বাবার দোয়া থেকে আটককৃত ৪ জন হলো মো: রানা (২১) পিতা: মো: আলমগীর গ্রাম আলেকজেন্ডার, নোয়াখালী, মো: রাকিব হোসেন (২২) পিতা মো: সেলিম গ্রাম: চর আপজন, লক্ষীপুর, মো: সোহাগ (১৯) পিতা- মো: আলমগীর গ্রাম: সবুজ জেলা: নোয়াখালী, মো: মিজান (২০) পিতা- মো: মোস্তাফিজ গ্রাম: চরকলাকোকা, লক্ষীপুর। হামজা এন্ড তালহা থেকে আটক কৃত ৫ জন হলো তানভীর (২২) পিতা- মো: সেলিম গ্রাম- পাকুড়িয়া, জেলা পিরোজপুর, ইমরান (২৬) পিতা মৃত মোসলেম মোল্লা, গ্রাম: উত্তর পাকুড়িয়া, পিরোজপুর, মো: রুবেল (২৫) পিতা মো: মহিবুল্লাহ, ডুমুরিয়া, পিরোজপুর, মো: নুর উদ্দিন (২৫) পিতা মো: শাহ আলম, নোয়াখালী, মো: আরিফ (২৪) পিতা: মো: মোস্তফা কামাল গ্রাম: উত্তর পাকুড়িয়া, পিরোজপুর। মীম শাওন থেকে তিনজন অপ্রাপ্ত বয়স্ক চাঁন বাদশা (১৭) পিতা কালু বেপারী জেলা- কুমিল্লা, শাহাদাত বেপারী (১৪) পিতা রহিমে বেপারী জেলা কুমিল্লা , সাব্বির (১৭) অপ্রাপ্ত বয়স্ক পিতা আব্দুল খালেক জেলা বরগুনা এদেরকে ছেড়ে দেয়া হয়েছে।