শিরোনাম

অভিরাম চলছে গজারিয়ায় মেঘনা নদীতে যৌথ অভিযান

তিন জেলেকে ৭ হাজার টাকা জরিমানা

0

আক্তার হোসেন (বিশেষ প্রতিনিধি) ##  গজারিয়া উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার যৌথ অভিযানে রবিবার (২০ অক্টোবর) তিন জেলেকে ৭ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ইমাম রাজী টুলু ।, গজারিয়া কোস্টগার্ড ও মৎস্য অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা  অভিরাম চালাচ্ছে গজারিয়া মেঘনা নদীতে যৌথ অভিযান। উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট কে     জানান, গতকাল সন্ধ্যায় গজারিয়া ঘাট থেকে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হয়। এসময় চর জাপটা এলাকার জাহাঙ্গীর(৩৮), বাবুল (৪০),ইসমানির চর এলাকার রিপন (৪৫) কে এই জরিমানা করা হয়। অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ইমাম রাজী টুলু,গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার জে আই আলী মনছুর ও গজারিয়া থানা পুলিশ।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.