শিরোনাম

আইন মানুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন–ইউ এন ও, গজারিয়া

0

    এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) ঃ   মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হাসান  সাদী করোনা   প্রকোপ  মোকাবেলায় দিন রাত জনগনের  সার্বক্ষণিক সেবা  প্রদাানে র জন্য উপজেলার অভিভাবক হিসেবে সর্বদা প্রস্তুত রয়েছেন  ।   উপজেলার সব কটি ইউনিয়নে        কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে যারা  দেশের এইক্রান্তিলগ্নে  জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে অবস্থান  করে  গণমানুষের  সেবা  প্রদান করছেন।            ########################                ★ আপনার এলাকায় ত্রাণ পৌছায়নি?

★আপনার বাড়ীর কাছেই দোকান-পাট খোলা?

★আপনার এলাকায় নারায়নগঞ্জ বা ঢাকা বা অন্য এলাকা থেকে কেউ এসেছে?

★আপনার এলাকায় কারও জ্বর, সর্দি, কাশি বেশ কিছুদিন ধরে?

★আপনার এলাকার লোকজন সকালে ও বিকালে একসাথে জড়ো হয়ে চা খাচ্ছে?

★আপনার এলাকায় কেউ লকডাউন মানছেনা?

★এ দূর্যোগে যেকোন সমস্যায় নিম্নলিখিত ফোকাল ব্যক্তিদের সাথে যোগাযোগ করুনঃ

★ভবেরচর কুইক রেসপন্স টিমঃ
মোঃ আসাদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
০১৭৬০৫৩৩২২২

★হোসেন্দী কুইক রেসপন্স টিমঃ
মোঃ মফিজুল ইসলাম, উপজেলা সাব-রেজিস্ট্রার
০১৭১৬৭০৭৯০৪

★বালুয়াকান্দি কুইক রেসপন্স টিমঃ
আসলাম হোসেন শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা
০১৭৩৬১১১৫৫৪

★টেংগারচর কুইক রেসপন্স টিমঃ
মোঃ আরজুরুল হক, উপজেলা সহকারী প্রকৌশলী
০১৭১১৩৩৭৭৭৭

★বাউশিয়া কুইক রেসপন্স টিমঃ
মোঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
০১৮১৯৭২৭৮৯২

★গুয়াগাছিয়া কুইক রেসপন্স টিমঃ
মমতাজ বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা
০১৮১৯১৯২৪৫৭

★ইমামপুর কুইক রেসপন্স টিমঃ
তৌফিক আহমেদ নূর, উপজেলা কৃষি কর্মকর্তা
০১৭২৮২৪৭৭৭৭

★গজারিয়া কুইক রেসপন্স টিমঃ
এসএম সালাউদ্দিন মিয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা
০১৮১৩০৯৩২৯৫

আমরা সবাই একসাথে কাজ করছি। সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবীগণ, সাংবাদিকসহ সবাই। আপনারা সরকারের নির্দেশাবলী মেনে চলুন। নিজে ভাল থাকুন। দেশকে ভাল রাখুন। আল্লাহ আমাদের সহায় হোন।

#আইন মানুন★ ঘরে থাকুন★নিরাপদ থাকুন★সংবাদটি

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.