শিরোনাম

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠু’র পক্ষে নির্বাচনী সভা

0

জুয়েল দেওয়ান,আল আমিন : মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠু’র পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ডিসেম্বর) বেলা তিন টার দিকে উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে  এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব  লুৎফর রহমান।

হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব  সোলায়মান দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক) রেফায়েত উল্লাহ খান  (তোতা)।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল্লা শফি, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ ফরাজি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খোকন (নেকী), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি প্রমুখ।এছাড়া হোসেন্দী ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতার্কমী ও আওয়ামী সমর্থকবৃন্দ  এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব  লুৎফর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল যাতে তৃণমূল পর্যায়ের মানুষ পায় সে জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুল হক মিঠুকে নির্বাচিত করুন।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.