ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আটক ৩
গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান ও রিটু প্রধান গ্রেফতার।
রোববার বিকেলে আন্তজেলা ট্রাক শ্রমিক ফেডারেশনের গজারিয়া উপজেলা শাখার সভাপতি রিটু প্রধানকে র্যাব চার গ্রেফতার করলে বড় ভাই বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল আমিন প্রধান গ্রেফতারের বিষয়ে জানতেচাইলে তাকেও আটক করে এবং আলমগীর প্রধান সহ মোট তিনজনকে র্যাব গাড়িতে তুলে নিয়ে যায় । এখবর ছড়িয়ে পড়লে শত-শত জনতা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে । আটকের বিষয়ে রিটু প্রধানের স্ত্রী মুক্তা বলেন বার বার কেন এরা ষড়যন্তের শিকার হইতেছে এদের বিরুদ্ধে কোন মামলা নেই প্রশাসন যেন দ্রুত এদের মুক্তি দিয়ে দেয়। গজারিয়া থানা অফিসার্স ইনচার্জ মামুন আল রশিদ রাস্তা থেকে তাদের সড়িয়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হয় ।