এডুএইড ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদকর্মীর সন্তানদের সংবর্ধনা
এডুএইড ফাউন্ডেশন এর উদ্যোগে ২০১৯ শিক্ষাবর্ষের পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সংবাদকর্মীর সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ-২০২০অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আঙ্গিনায় রোববার (১লা মার্চ) সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল।
এডুএইড ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, কাজী সাব্বির আহম্মেদ দীপু ও রাসেল মাহমুদ।
এছাড়াও বক্তব্য রাখেন বিক্রমপুর জার্নালের লেখক ড. সাইদুল ইসলাম খান অপু, দৈনিক সংবাদের মাহাবুব আলম লিটন, শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, যুগ্ম সম্পাদক ও আর টিভি‘র শেখ মো: শিমুল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও নিউজ টুয়েনটি ফোরের চাকলাদার মো: তানজিল হাসান, সাংগঠনিক সম্পাদক বিজনেজ বাংলাদেশ এর শিহাবুল হাসান, বাংলা টিভি ও দৈনিক শেয়ার বিজের শেখ মোহাম্মদ রতন, দৈনিক প্রথম আলোর ফয়সাল হোসেন, রেডিও বিক্রমপুরের সিইও আওলাদ হোসেন শিবলী, ভোরের সময় এর শামসুল হুদা হিটু ও একাত্তর ডট টিভির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দি ইন্ডিপেনডেন্ট টিভি ও দৈনিক নাগরিক সংবাদ প্রকাশক ও সম্পাদক তানভীর হাসান, দৈনিক নয়া দিগন্তের আব্দুস সালাম, প্রভাষক জুনায়েত, কবি ও সাংবাদিক সুমন ইসলাম, আলোকিত বাংলাদেশের মাসুদ রানা, নাট্য ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম ঢালী, বাংলাদেশ বেতারের নজরুল ইসলাম ছোটন, এনটিভি’র মঈনউদ্দিন সুমন, কবি ও সাহিত্যিক অনু ইসলাম, আমাদের সময়ের নাদিম হোসাইন, এস.এ টিভির রাজিবুল হাসান জুয়েল, আমাদের সময়ের আরাফাতুজ্জামান বাবু, সময়ের আলোর জুয়েল রানা, ডিবিসি টেলিভিশনের সাজ্জাদ হোসেন, আনন্দ টিভি’র শুভ ঘোষ, দৈনিক খবর পত্রের কাজী বিপ্লব হাসান, দৈনিক কালবেলার রুবেল, দৈনিক টারমিগানের শাহ আলম, গণমুক্তির রুবেল মাদবর, তুহিন সরকার, মাস্টার জাহাঙ্গীর, শিক্ষক শাকিল ইমরান নির্ঝর, রাসেল ফরাজী, সাকিবসহ বহু সংবাদকর্মী ও গুণীজন। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন দৈনিক সবুজ নিশানের সম্পাদক এডভোকেট মু.আবুসাঈদ সোহান।
সবশেষে সঙ্গীত পরিবেশন করে ওস্তাদ সৈয়দ মোতালেব, শাহানুর চিস্তি ও তবলায় ছিলেন ওস্তদ কমল ব্যানার্জী, বিপ্লব পরদেশী ও মনিরুজ্জামান।
এবছর সংবর্ধনা ও পুরস্কার পেলেন-মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন সজলের মেয়ে ফাহমিদা আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ডেইলী সানের মাসুদুর রহমানের ছেলে মুশফিক রহমন, দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সামসুল হুদা হিটুর ছেলে মাসিউল মুরসালিন সামি, নিউজ ৭১ ডট টিভির সহ-সম্পাদক মো: জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহমিদা আলম জেরিন ও চ্যানেল এস টিভির প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের মেয়ে এস এম নুজহাত নওরিন।
পুরস্কার হিসেবে প্রত্যেক শিক্ষার্থী পেয়েছেন এডুএইড ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট, এবি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি বিদেশী আয়রন মেশিন, এক্সট্রা এর পক্ষ থেকে এক হাজার টাকার গিফ্ট ভাউচার, জিপিএইচ ইস্পাত লি: পক্ষ থেকে একটি সুদৃশ্য মগ, গ্রামীণ ফোনের পক্ষ থেকে মগ, ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ডায়রী ও বঙ্গ রসের পক্ষ থেকে গিফ্ট হ্যাম্পার।