করোনাভাইরাস প্রতিরোধে জাতিসংঘ প্রতিনিধি দল BHRC সদর দপ্তর পরিদর্শন ও বৈঠকে
বাংলাদেশ মানবাধিকার কমিশন , সদর দপ্ত, ঢাকা
এস এম নাসির উদ্দিন(মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)# করোনাভাইরাস প্রতিরোধের দায়িত্বে নিয়োজিত জাতিসংঘ প্রতিনিধি দল BHRC সদর দপ্তর পরিদর্শন এবং বৈঠকে অংশগ্রহন করেন।

জাতিসংঘের এশিয়া প্যাসিফিক রিজিয়নের সিনিয়র এডভাইজার করোনাভাইরাস প্রতিরোধে দায়িত্বরত জাতিসংঘ প্রতিনিধি রাষ্ট্রদূত প্রফেসর ড. জাহিদ হক এর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ৫ এপ্রিল ২০২০ বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC সদর দপ্তর পরিদর্শন করেন। জাতিসংঘের প্রতিনিধি দলের অপর সদস্যগণ হচ্ছেন জাতিসংঘের ওয়ার্ল্ড স্পোর্ট এলাইন্স এর চীফ কো-অর্ডিনেটর মেজর (অবঃ) রশিদ সিদ্দিক এবং জাতিসংঘের সহযোগী কর্মকর্তা প্রফেসর ড. নাঈমা খানম। জাতিসংঘ প্রতিনিধি দল BHRC’র সদর দপ্তরে পৌছলে BHRC’র সেক্রেটারী জেনারেল ড, সাইফুল ইসলাম দিলদার এর নেতৃত্বে মানবাধিকার কর্মকর্তাগণ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। BHRC’র কর্মকর্তাদের মধ্যে সিনিয়র ডেপুটি গভর্নর আক্তারুজ্জামান বাবুল, ডেপুটি গভর্নর সোহেল আহমেদ মৃধা, ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূইয়া, ডেপুটি গভর্নর সৈয়দ আজমুল হক, সহকারী পরিচালক লিগ্যাল এইড এডভোকেট ফারাহ দিবা, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজিব, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ রাজ, ঢাকা মহানগর পশ্চিম এর সহ-সভাপতি মোঃ মতলব সর্দার, ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম সম্পাদক সৈয়দ ওয়াহিদুল হক লিংকন, মোঃ আনিসুর রহমান, সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন প্রমুখ।
BHRC’র সাথে আনুষ্ঠানিক বৈঠকে জাতিসংঘের প্রতিনিধিগণ BHRC’র কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং করোনাভাইরাসের ন্যায় প্রাণঘাতি মহামারী প্রতিরোধে মানবাধিকার কর্মীদের মহৎ কার্যক্রমে অভিভুত হন। জাতিসংঘ এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC সারা বাংলাদেশে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।