শিরোনাম

করোনা প্রতিরোধে — ঘরে থাকুন,খাবার পৌঁছে যাবে– মাননীয় প্রধানমন্ত্রীর

0

 

এস এম নাসির উদ্দিন( মুন্সীগঞ্জ নিউজ 24.net) # মুন্সীগঞ্জের গজারিয়ায় আজ শনিবার  সকাল 11 উপজেলা নির্বাহী অফিসার  হাসান সাদি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান  শহীদুজ্জামান জুয়েল  উপজেলাধীন বালুয়াকান্দি ইউনিয়নে দরিদ্রদের মাঝে একটি খাবার প্যাকেজ (চাল-১০ কেজি, তৈল-১ লিটার, ডাল-২ কেজি, লবন-১ কেজি, সাবান-১টি) ঘরে ঘরে গিয়ে বিতরণ করেন। ৷

৷মুন্সীগঞ্জ নিউজ 24.net

উপজেলা নির্বাহী অফিসার বলেন অসহায় দরিদ্রদের উদ্দেশ্যে বলেন আপনার ঘরে থাকুন ; পরিষ্কার থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদের হাতে খাবার পৌঁছে দিবো এবং খাবার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বিতরণ করা হবে।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.