গজারিয়ায় এসএসসি পরীক্ষার ফরম পূরণের অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : গজারিয়ায় বালুয়াকান্দি ডা: আব্দুল গফফার স্কুল এন্ড কলেজে, এস এস সি পরীক্ষার ফরম পুরনে অনিয়ম, এক থেকে দুই বিষয়ে যে শিক্ষার্থীরা পাশ করতে পারেনি তাদের নেয়া হয়েছে, ৫ বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীকেও নেয়া হয়েছে কিন্তু তিন- চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা ফরম ফিলাপ থেকে বাদ পড়ায়, তাদের অভিভাবক সহ ওই ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জুয়েল কে নিয়ে বিদ্যালয় হাজির হয়।

ওই ইস্কুলে ফরম ফিলাপের জন্য ৫ থেকে ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগ রয়েছে। বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জুয়েল বলেন, নিয়ম বৈষম্য শিকার শিক্ষার্থীরা, পাঁচ বিষয়ে ফেল করার পরো নেওয়া হয়েছে, তিন থেকে চার বিষয়ে যারা ফেল করেছে তারা বাদ পড়বে কেন। সমস্ত ছাত্র-ছাত্রী জন্য একরকম আইন থাকার দরকার। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা শিখতে এসে নিয়ম বৈষম্যের শিকার হয়ে, তারা তো শিক্ষার বদলে দুর্নীতি শিখে ফেলবে। আজ সকাল দশটায় ওই স্কুলের আঙ্গিনায় ছাত্র ছাত্রীদের অভিভাবক ও চেয়ারম্যান জুয়েল হাজির হয়ে এসব কথা বলেন। এদিকে একাধিকবার স্কুলের প্রধান শিক্ষক মহোদয় কে ফোন করলেও তিনি আসেননি এবং তার সহকারী শিক্ষক মহোদয় রেজালের তালিকা চাইলে তিনি তা দিতে ব্যর্থ হন।