শিরোনাম

গজারিয়ায় ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

 ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ট্রাক ,১টি পিকআপ জব্দ

0

নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩.৩০ টায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন এর নেতৃত্বে অফিসার ও ফোর্স  থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের উত্তর শাহাপুর এলাকায় রবিউল বেপারির বাড়ি দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর পুলিশ পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক একটি পিকআপ থেকে আজ ১০ জন ডাকাত রাস্তার পাশে খালের পানিতে লাফ দিয়ে পালানোর সময় অভিযানে অংশগ্রহণকারী থানা পুলিশ সদস্যরা ও খালের পানিতে ঝাঁপিয়ে পড়ে পাঁচজন ডাকাত  ধৃত ধৃত করে। গ্রেফতার কৃত ডাকাতদের পরিচয় নারায়ণগঞ্জ বন্দর থানার লাঙ্গলবন্দ পূর্ব হাজিপুর এলাকা মোহাম্মদ আলী হোসেনের ছেলে আসলাম ,নারায়নগঞ্জের বন্দর থানার চৌরাপাড়া দেউলী এলাকার মহিউদ্দিনের ছেলে ইসমাইল ,বন্দর থানার এলাকার আলী আকবরের ছেলে সুমন, খুলনা জেলার ফুলতলা থানার জামিরা বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে রাসেল হাসান ,ঢাকা জেলার ধামরাই থানা রুয়াইল ইউনিয়নের খড়ারচর এলাকার মৃত জব্বারের ছেলে মেহেদী হাসান। আসামিদেরকে গ্রেফতার করে এবং অজ্ঞাত 5/6 ডাকাত সাতাঁর দিয়া পালাইয়া যায়। উক্ত আসামিদের জিজ্ঞাসাবাদে এবং তাদের দেখানো তথ্যমতে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি হলুদ নীল ও লাল রঙের ট্রাক ১টি লোহার তৈরি বোল্ট কাটার, সিলভার রঙের হাতলযুক্ত রামদা ৩৪ ইঞ্চি লম্বা ,১টি লোহার তৈরি ধাড়ালো দা যাহা 17 ইঞ্চি লম্বা ,১টি লোহার তৈরি দা যা 14 ইঞ্চি লম্বা, একটি স্টিলের তৈরি এসএস পাইপ ৩৮ইঞ্চি লম্বা এবং একটি পিকআপ নং মেট্রো নং ১৩৮৬৮৩ এবং পিকআপ এর ভিতর থেকে ১ টি কাঠের হকি স্টিক 35 ইঞ্চি লম্বা, একটি লোহার তৈরি ছোট কাটার ১১ইঞ্চি লম্বা, একটি লোহার তৈরি প্লাস ৮ ইঞ্চি লম্বা ,একটি লাল রঙের প্লাস্টিকের টর্চ লাইট ৯ ইঞ্চি লম্বা । তাদেরকে 399 /402 পেনাল কোড আইনে মামলা করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।আসামিরা ডাকাত দলের সক্রিয় সদস্য। রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।

ReplyForward

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.