গজারিয়ায় বড় বালুয়াকান্দি মৌজায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক( মুন্সিগঞ্জ নিউজ 24 ডট নেট) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় বালুয়াকান্দি মৌজায় বালুয়াকান্দি গ্রামের অাব্দুল মজিদের ছেলে খোকন গতকাল শনিবার জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে। দেশের এই ক্রান্তিলগ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অাপনারা ঘরে থাকুন খাবার পৌছে যাবে। সারা পৃথিবী অাজ স্তব্ধতা। করোনা ভাইরাসের কারনে মানুষ ঘরে অাবদ্ব দিনমজুর,শ্রমিক,ভানচালক,রিক্সাচালক সহ অসহায় দুস্থ মানুষের নিকট সরকার সহ বিভিন্ন সংগঠন খাবার পৌছে দিচ্ছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই জরিমানা অথচ সেই সময়ে উপজেলার বালুয়াকান্দি গ্রামের অাব্দুল মজিদের ছেলে খোকন(৪৮) অাদালতের নির্দেশনা অমান্য করে ১৫-২০জন শ্রমিক নিয়ে জমিনের অইল বাদানোর চেষ্টা করে। খবর পেয়ে ছুটে অাসেন জমির মালিক অামেনা খাতুনের মেয়ের জামাই ওয়াহিদুজ্জামান নাইম। ওয়াহিদুজ্জামান নাইম মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট জানান ১৯৩৪ সাল থেকে অামার বাবা অাব্দুর রাজ্জাক মাষ্টার তপছিল বর্নিত সম্পত্তি ক্রয়সুত্রে জমির মালিক ও ভোগদখলকার নিযুক্ত অাছে তপছিল। মৌজা বড় বালুয়াকান্দি, সিএস খতিয়ান ২৭৪ সিএস দাগ ১০২ এস এ খতিয়ান ২৩৩ অার এস খতিয়ান ৫৮ অার এস দাগ ২৪৯ বি এস খতিয়ান ২৫৬ বি এস দাগ ১০৪১,১০৪২ ১০৪৩ জমির পরিমাণ ৫১.৭৪ পরবর্তীতে অাব্দুর রাজ্জাক মাষ্টার হইতে দলিলের ধারাবাহিকতায় ক্রয় করিয়া অামার শাশুড়ী অামেনা খাতুন মালিক থাকিয়া ভোগদখলকার নিযুক্ত থাকিয়া অামেনা খাতুনের নামে বি এস রেকর্ড ভোক্ত হন এবং হালনাগাদ সরকারের খাজনাদি পরিশোধ করিয়া ভোগ দখল করিয়া অাসিতেছি।খোকন গজাাারিয়া সহকারী কমিশনার(ভূমি) অফিসে মিস কেইস করেছিল যার নম্বর ২৭৫/২০১৫-১৬ । উক্ত মিস কেইস বাতিল হয়ে যায়। প্রকৃতপক্ষে খোকন কোন জায়গা পাবে না। অামার কাছ থেকে টাকা দাবি করে। অামাকে হয়রানি ও পেরেশানি করছে। অামি গজারিয়া থানায় অভিযোগ করেছি। অভিযোগের তদন্ত কর্মকর্তা এস অাই ডালিম জানান অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে বাবস্থা নেওয়া হবে।খোকনের সাথে এই বিষয়ে মুঠো ফোনে জানতে চাওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায় ।