গজারিয়ায় শিল্প ইভেন্ট ম্যানেজমেন্টের শুভ উদ্বোধন
সৌরভ আহম্মেদ( মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায় সোমবার বিকালেউপজেলা পরিষদের সামনে মেইন গেট সংলগ্ন শিল্পী ইভেন্ট ম্যানেজমেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটি কর্ণধার সংগীতশিল্পী মাহতাব উদ্দিন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ওঅনুষ্ঠানের উদ্বোধন করেন গজারিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু নোমান সোহেলী ।এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, দৈনিক সংবাদের প্রতিনিধি শেখ নজরুল ইসলাম ,দৈনিক আমার বার্তার প্রতিনিধি মকবুল হোসেন, বিচিত্র সংবাদের বার্তা সম্পাদক আব্দুল হাকিম, দৈনিক মুন্সীগঞ্জের কাগজের প্রতিনিধি শামসুজ্জামান রিপন, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি আলমগীর হোসেন মিয়া সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মী রা ।অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি তনু রাসেল। দোয়া পরিচালনা করেন মাওলানা ইউনুছ মিয়া। এ সময় বক্তারা বলেন গজারিয়াতে শিল্পী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি গড়ে উঠায় এখন আর কাউকে দাউদকান্দি ঢাকা, চৌরাস্তা দৌড়াতে হবে না । বক্তারা প্রতিষ্ঠানটি গড়ে উঠায় স্বত্তাধিকারী মাহতাব উদ্দিন মাসুমের ভূয়সী প্রশাংসা করেন।