গজারিয়ায় হত্যাকাণ্ডের ব্যবহৃত চাপাতি উদ্ধার!!
সৌরভ আহমেদ (মুন্সীগঞ্জ নিউজ 24.net)# মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বপন(৩৪) কে প্রকাশ্য দিন দুপুরে কুপিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ । ঘাতক মোঃ আরিফ হোসেন হত্যাকাণ্ড ঘটায় থানায় আত্মসমর্পণ করে অকপটে পুলিশের কাছে হত্যার বিবরণ দেওয়া তথ্যের ভিত্তিতে চাপাতি উদ্ধার করা হয়।মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নে ভিটিকান্দি নয়াকান্দি ব্রিজের পাশে এটি পাওয়া যায়।
ঘাতক আরিফ হোসেন ভিটিকান্দি নয়াকান্দি গ্রামের মৃত হান্নানের ছেলে দিন দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ।এ ঘটনায় নিহত স্বপন মিয়ার বড় ভাই রহিম মিয়া গজারিয়া থানার হত্যা মামলা করেন।