গজারিয়ায় ১০ কেজি গাজাসহ অাটক ১
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায় অদ্য-২৯/১২/২২ খ্রিঃ রাত-০৩:৩০ ঘটিকার সময় গজারিয়া থানার এসআই/ মোঃ আবুল কালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নস্থ আল কুতুবিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে হইতে ১০ (দশ) কেজি গাজাঁ সহ আসামী ১) মোঃ সোহাগ (২৭), পিতা- মৃত শুক্কুর আলী, সাং-সাহাডুবী, থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করেন।