গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন #সভাপতি আমিরুল #সাঃ সম্পাদক জিন্নাহ
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ) # মুন্সীগঞ্জের গজারিয়ায বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহকে নির্বাচিত ঘোষণা হয়।
শনিবার সকাল সাড়ে ১১ টায় গজারিয়া সরকারী পাইলট মডেল হাই স্কুল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুপুর তিনটায় প্রথম অধিবেশন শেষ হওয়ার হওয়ার পর শুরু হয় দ্বিতীয় অধিবেশনে কার্যক্রম। সম্মেলনের এই অধিবেশনে প্রার্থীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সভাপতি পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মনসুর আহমেদ খান জিন্নাহকে নির্বাচিত ঘোষণা করা হয়। সভাপতি পদপ্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতাকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
দলীয় দলীয় প্রধান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সম্মেলনের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম ও আনোয়ার হোসেন।সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরী।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান ও যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহান তাহমিনা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল আহমেদ বিপ্লব