মুন্সীগঞ্জের গজারিয়া কলিমউল্লাহ্ বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি’র সংবর্ধনা
এস এম নাসির উদ্দিন ( মুন্সীগঞ্জ নিউজ২৪ডট নেট)ঃ মুন্সিগঞ্জের গজারিয়া কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির গজারিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চল কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব রেফাত উল্লাহ খান তোতা সভাপতি নির্বাচিত হওয়ায সংবর্ধনার দিয়েছে কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোনতাজ উদ্দিন মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক হাফিজ আহম্মেদ, এলজিইডি প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউল্লাহ শফি, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মো. লিটন, কলিমউল্লাহ্ বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠাতার সদস্য আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান,উপজেলা পরিষদের ভাইস মোহাম্মদ আলী খোকন, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ ফরাজী সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব রেফায়েত উল্লাহ্ খান তোতা কে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ শিক্ষকবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব রেফায়েত উল্লাহ্ খান তোতা তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি সভাপতি নির্বাচিত হয়েছি, আমাকে সভাপতি নির্বাচিত করায় কলেজের শিক্ষক
মন্ডলী ও গভর্নিং বডিসহ সকলের কাছে আমি ঋণী হয়ে গেলাম। আজ থেকে আমাদের নতুন কমিটির যাত্রা শুরু হলো। কলেজের শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আমরা কাজ করবো। এ কলেজটিকে জেলার মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান করতে চাই। এ জন্যে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই। এ ছাড়াও কলেজের অন্যান্য সমস্যা পর্যায়ক্রমে সমাধান করবো। আশাকরি এ ব্যাপারে সকলের সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, এ কলেজে ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবো। সুশীল সমাজ সহ সকলের সহযোগীতা কামনা করেন।