গজারিয়া টু কালিপুরা মতলব সংযোগ সেতু নির্মাণ জায়গা পরিদর্শন
এস এম নাসির উদ্দিন( মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট): মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালিপুরা টু মতলব সংযোগ সেতু দীর্ঘদিন এর বহুল প্রতিক্ষিত কালিপুরা টু মতলব সংযোগ সেতু নির্মাণ এর লক্ষ্যে আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব,উপসচিব,প্রকৌশলী,ইউএনও সহ উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে প্রকল্প এলাকা পরিদর্শনে যানই মামপুর ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু। এসময় তিনি বলেন এসেতু নির্মাণ এর মাধ্যমে গজারিয়া,মতলব,চাঁদপুর এর যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রায় আমূল-পরিবর্তন ঘটবে খুব দ্রুত সময়ে বিভিন্ন স্থান এ যাওয়া যাবে।