গজারিয়া বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
অহিদুল ইসলাম রনি (গজারিয়া প্রতিনিধি) মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে নিরাপদ জ্বালানি ভোক্তাবান্দব পৃথিবী এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য রেলি আলোচনা সভার মাধ্যমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে এবং কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব গজারিয়া উপজেলার সভাপতি এস এম নাসির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, ওসি তদন্ত তদন্ত মুক্তার হোসেন, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান,
ভবেরচর ইউনিয়ন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ মোহাম্মদ লিটন, ইমামপুর ইউনিয়ন এর চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, টেঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী,হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম রাসেদুল ইসলাম,
উপজেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন সহ সাংবাদিক মহিউদ্দিন মোঃ জসিম উদ্দিন মকবুল হোসেন গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সহ ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।