গজারিয়া হোসেন্দী ইউপি উপ -নির্বাচনে আলোচনায় সর্বশীর্ষে মিঠু
এস এম নাসির উদ্দিন( মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা, হোসেন্দী ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরই মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, দুইবার জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু ইউনিয়ন পরিষদ উপ -নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রয়াতঃ হোসেন্দী ইউপি চেয়ারম্যান মরহুম হাজী আক্তার হোসেনের ছোট ভাই হাজী মোঃ মাহবুব হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।রিয়াদ হাসান দাউদ চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে ।দুই প্রার্থীর ভোটের লড়াইয়ে এলাকার ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ফলে ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন কে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বেড়ে উঠছে। এই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে ২ নভেম্বর। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০ টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৪২টি। ভোটার সংখ্যা১৬ হাজার ৮৫৩ জন এরমধ্যে মহিলা ভোটার সংখ্যা ৮ হাজার ২২৮ জন পুরুষ ভোটার সংখ্যা ৮৬২৫।গত কয়েকদিন সরেজমিনে গিয়ে দেখা যায় নৌকা প্রতীকে মনিরুল হক মিঠু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নে হাজার নারী পুরুষ নিয়ে উঠান বৈঠক,বাজার হোসেন্দী, হোসেন্দী গ্রাম , গোয়ালগাও, ইসমানির চর জামালদি বলাকির চর, বাটি ভলাকি টান বলাকি সহ বিভিন্ন চায়ের দোকানে নৌকার সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা। এ বিষয়ে মনিরুল হক মিঠু মুন্সিগঞ্জ news24.net কে বলেন আমাকে ভালোভাসে বলেই আমার অনুপস্থিতিতে নির্বাচনী আচরণবিধি মেনে ভোটাররা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উঠান বৈঠক করছে। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠকের জনতার অংশগ্রহণে চলছে জোর প্রচারণা এতে আমি খুব খুশি।আমি ভোটারদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করবো নৌকা প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। আশাবাদী ভোটাররা ২নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। জযের আশা সব প্রার্থীই। গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা লিটন মিয়া স্থানীয় গণমাধ্যম কর্মীদের এসব তথ্য নিশ্চিত করে তিনি আরো জানান, প্রথমবারের মতো আগামী ২নভেম্বর হোসেন্দী ইউনিয়নে উপ নির্বাচনে ১০টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহনে সকল প্রস্তুতি গ্রহন করা হবে। আশা করা যায়, গত নির্বাচনের মতো এবারের নির্বাচনে অংশগ্রহন মূলক, প্রতিদ্বন্দ্বীতামূলক ও উৎসবমুখর হবে।হোসেন্দী উপ-নির্বাচনে ভোটাররা বলেন হোসেন্দী নৌকা প্রতীকের মনিরুল হক মিঠু মুন্সিগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এবং জেলা পরিষদের চেয়ারম্যান, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন সাহেব, গজারিয়া উপজেলার দুইবার এর সফল চেয়ারম্যান আলহাজ্ব রেফায়েত উল্লাহ খান তোতা, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, গজারিয়া উপজেলা আলোকিত সাদা মনের মানুষ অধ্যাপক ডাক্তার মাজারুল হক তপন মহোদয়ের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় বিগত দিনে হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন মসজিদ মাদ্রাসা এতিমখানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন।সবদিক বিবেচনায় এবার হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ -নির্বাচনে জনমত জরিপে মনিরুল হক মিঠু নৌকা প্রতীকে জনপ্রিয়তার সর্বশীর্ষে রয়েছেন বলে ভোটাররা মনে করেন।