সুপ্রিয় গজারিয়াবাসীর উদ্দেশ্যে কিছু কথা
নিজস্ব প্রতিবেদক(মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)ঃ সুপ্রিয় গজারিয়াবাসী,
আসসালামু আলাইকুম,
আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। পৃথিবীতে এই করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে আসুন সকলে সম্মিলিতভাবে আমাদের এলাকায় করোনা ভাইরাস সংক্রমন সংক্রান্ত সচেতনতা অবলম্বন করি, জনসমাগম থেকে নিজেকে নিরাপত্তামূলক অবস্থানে রাখি। সামাজিক বিচ্ছিন্নকরন(Social distancing) তৈরী করতে সরকারের পাশাপাশি আমরাও সচেষ্ট হই, বিশেষ করে আমাদের এলাকাকে ভাইরাস মুক্ত রাখতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। যারা এগুলো মানছে না তাদের বুঝানো আপনার, আমার সকলের দায়িত্ব। অতএব, এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর। হ্যাঁ এটা সঠিক অনেক মানুষই অত্যন্ত জরুরী কাজে বাহিরে বের হচ্ছেন। তবে আবার দুঃখজনক সত্য অনেকেই শুধুমাত্র ঘুরে বেড়ানোর জন্য কারণ ছাড়াই রাস্তায় বের হচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকলেও কিছু মানুষ ভিন্ন উপায়ে বাহিরে যাচ্ছেন, অনেকে ডাক্তার দেখানোর মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় প্রমোদ ভ্রমনে বের হয়েছেন। এতে করে তারা কাকে ফাঁকি দিচ্ছেন জানিনা তবে এটা বলতেই হচ্ছে তাদের বেপরোয়া আচরনের কারনে তারাসহ তাদের পরিবার-পরিজন এবং আমাদের এলাকাবাসী তথা দেশবাসী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। অনলাইন মারফত জানতে পারলাম স্থানীয় প্রশাসন কিছু লোককে অযথা বাহিরে ঘোরাঘুরি করার দায়ে আইনের আওতায় তাদের জরিমানা করেছেন।
প্রশাসনের মামলা বা শাস্তি বড় কথা নয় আমাদের প্রত্যেককে পরিস্থিতি বুঝে স্বাস্থ্য বিধি মেনে আপাততঃ সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা জরুরী। আশা করি আপনার ব্যক্তিগত, পরিবার-পরিজন এবং দেশের মানুষের স্বার্থে দয়া করে আপনারা বাড়িতেই থাকবেন। এই সময়ে অকারনে যানবাহন যোগে এলাকার বাহিরে বের হওয়ার চেষ্টা করবেন না। এখন প্রমোদ ভ্রমনের সময় নয়। আমাদের মনে রাখা জরুরী বিশ্বব্যাপী আমরা মহা দূর্যোগের মধ্যে আছি । অনুগ্রহ করে বাসা বাড়িতেই থাকি। তবে একটি অপ্রিয় সত্য হলো তথাকথিত ভদ্র লোকের চেয়ে অভাবগ্রস্ত মেহনতী মানুষকে সুশৃংখল মনে হচ্ছে বেশি। তাই সকল শ্রেণীর পেশাদার মানুষকে আমি অনুরোধ করছি আপনারা সরকারি সিদ্ধান্ত মেনে চলুন, ঘরে থাকুন। বাংলাদেশ সরকারের সহায়তার পাশাপাশি আমাদের সহায়তা কর্মহীন মেহনতী মানুষের জন্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অনুরোধক্রমে
অধ্যাপক ডাঃ মোঃ মাজহারুল হক তপন
বিভাগীয় প্রধান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সভাপতি, ম্যানেজিং কমিটি,
হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়।
সভাপতি,
বাংলাদেশ মানবাধিকার কমিশন,
বৃহত্তর মুন্সিগঞ্জ অঞ্চল কমিটি।