গজারিয়ার আনারপুরা ফুটবল প্রতিযোগিতা ও বিশেষ অনুষ্ঠান
প্রকৌশলী এম এ মতিন ও এম এ লতিফ সাহেব স্মৃতি ফাউন্ডেশন
এস এম নাসির উদ্দিন( মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায় ঐতিহ্যবাহী আনারপুরা খেলার মাঠে শুক্রবার ৩ ঘটিকায় প্রকৌশলী এম এ মতিন ও এম এ লতিফ সাহেব স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে টুর্নামেন্ট এবং বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খোরশেদ আলমের সার্বিক সমন্বয়ে,মোয়াজ্জেম হোসেন সরকার আব্দুর রশিদ, সালেহ আহমদ, বাদল প্রধান, শ্যামল শিকদার এর সার্বিক দায়িত্বে এবং মফিজুর রহমান আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশীদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি,বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুর হক সিকদার, বাংলাদেশ নৌবাহিনী ক্যাপ্টেন আবুল কালাম,
ইসলামী ব্যাংকের জিএম শিহাবুদ্দীন প্রধান, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফরিদা ইয়াসমিন, গজারিয়া থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম,
সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলামপ্রমূখ। অনুষ্ঠানের ৬ জন মুক্তিযোদ্ধা মোহাম্মদ লোকমান হোসেন,
আব্দুল আউয়াল সরকার, আব্দুল বাতেন, গিয়াস উদ্দিন, মাজারুল ইসলাম খোকা, মোহাম্মদ আলী মিয়া কে ক্রেস্ট দিয়ে সম্মাননা করেন।প্রাক্তন কৃতি ফুটবলার এম এ লতিফ সাহেব, প্রকৌশলী এম এ মতিন মিয়া, মোঃ আব্দুল করিম মাস্টার, মোঃ আব্দুল বাতেন প্রধান, শফিকুল ইসলাম, শাহজাহান প্রধান, মনজুরুল হক সরকার, আব্দুল মালেক সিকদার, আখতারুজ্জামান সরকার, সালেহ আহমেদ টুনু, আবু সাঈদ প্রধান, আব্দুর রহমান শফিক, আবুল কালাম আজাদ খোকন, মোয়াজ্জেম হোসেন সরকার, মোজাম্মেল হক নাসিম, এইচ এম খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক, পারভেজ সিকদার, মাসুম পারভেজ, আবুল কাসেম প্রধান, তোফাজ্জল হোসেন সরকার কে সম্মাননা স্মারক প্রদান করেন।
কাবাডি ও কুস্তি খেলোয়াড় হিসেবে আবুল হোসেন প্রধান, আবু বক্কর সিদ্দিক, আব্দুল বাতেন ভূঁইয়া, হাজী মোঃ সিরাজুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান করেন।অনুষ্ঠানে আনারপুরা গ্রামের সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুটবল খেলা উপভোগ করেন।