গজারিয়ার উন্নয়নে সকলের সহযোগীতার বিকল্প নাই–নবাগত নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) : গতকাল সোমবার গজারিয়া প্রেসক্লাবের কর্মকর্তরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এই সময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী উপস্থিত ছিলেন।নবাগত উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন গজারিয়ার উন্নয়নে সকলের সহযোগীতার বিকল্প নাই। এই জন্য সকলকে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ব হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন সাংবাদিকদের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকদের এলাকার উন্নয়নের খবরা খবরগুলো নিয়মিত প্রচার করতে হবে। এই সময় উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন, সহ সভাপতি ও চ্যানেল এস টিভির গজারিয়া প্রতিনিধি বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি শামিমা আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি শেখ নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির ও মানব কন্ঠের প্রতিনিধি মুকবুল হোসেন এছাড়াও দৈনিক মুন্সীগঞ্জের কাগজ ও দৈনিক জনতার প্রতিনিধি সামসুজ্জামান রিপন, দৈনিক সংবাদ বিচিত্রার নির্বাহী সম্পাদক আব্দুল হাকিম, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মাসুদ রানা,দৈনিক আজকালের খবর ও রজত রেখার প্রতিনিধি জুয়েল দেওয়ান, ৭১ টিভির প্রতিনিধি শাহাদাত হোসেন সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা।