গজারিয়ার গুয়াগাছিয়ায় কম্বল বিতরন-মানব কল্যান সংগঠন
মানুষ মানুষের জন্য---এডিশনাল এসপি----আশ্রাফুজ্জামান
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট):মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন মানব কল্যান সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুক্রবার সকালে রেফায়েত উল্লাহ খাঁন তোতা সরকারি প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গনে কম্বল বিতরন করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান, গুয়াগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন চৌধুরী খোকন, কর্নেল ডা. হারুন অর রশিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক ও গজারিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এস এম নাসির উদ্দিন ,ডাচ বাংলা ব্যাংকের অফিসার মফিজুল ইসলাম,অগ্রণী ব্যাংকের অফিসার সোহেল সরকার ,এ্যাডভোকেট আবুবকর সিদ্দিক আইনজীবী আরিফ হোসেন (জামান), এএস আই (গাজীপুর থানা). মনিরুজ্জামান, সৌদি প্রবাসী আলাউদ্দিন মিয়া ও গুয়াগাছিয়া মানব কল্যান সংগঠনের কর্মকর্তা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।এলাকাবাসী ও গুয়াগাছিয়া মানবকল্যান সংগঠনের কর্মকর্তারা মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে জানান মাব কল্যান গংঠনে একটি অরাজনৈতিক সংগঠন।মানব কল্যান গংঠনের প্রতিষ্ঠাকাল এক বছর।প্রতিষ্ঠার পর থেকে 350 জনকে ত্রাণ বিতরণ,১২০ জন হত দরিদ্রকে পোশাক বিতরণ, ২ টি গোরস্তানের জন্য ২০ হাজার টাকা করে অনুদান প্রদান ,মসজিদে ২০ হাজার টাকা প্রদান সহ বিভিন্ন সাহায্য সহযোগীতা করে আসছে এবং আগামী দিনেও গুয়াগাছিয়া মানব কল্যান সংগঠনের সহযোগীতা অব্যাহত থাকবে।