শিরোনাম

গজারিয়ার ভিটিকান্দি(নয়াকান্দি) দীর্ঘদিনের হিন্দু সম্প্রদায়ের দাবি পূর্ণহলো !!

0

এস এম নাসির উদ্দিন(মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি(নয়াকান্দি) গ্রামে হিন্দ্র সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি শ্বশান ঘাট নির্মান হওয়ায় শতাধিক হিন্দু পরিবারের দাবি পূর্ণ হলো । এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য রোকনুজ্জামান সূত্রে জানা যায় নয়াকান্দি গ্রামের হিন্দু ৫ শতাধিক মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো ভিটিকান্দি নদীর পাড়ে(আশ্রায়ন প্রকল্প সংলঘ্ন) শ্বশান্ ঘাট নির্মান সেটা আজ পূর্ণ হলো । মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ব বিষয়ক সম্পাদক  এ্যাড.মৃনাল কান্তি দাস এম পি মহোদয়ের আর্থায়নে শ্বশান ঘাট নির্মান হলো।নয়াকান্দি গ্রামের শ্রী দুলাল,লিটন সরকার মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে জানান আমাদের মধ্যে কেউ মারা গেলে লাশ দাহ করতে ভবেরচর কিংবা দাউদকান্দি যেতে হতো এখন শ্বশান ঘাট নির্মান হওয়ায় আমাদের প্রানের দাবি স্বপ্ন পূরুন হলো।   শ্বশান ঘাটের আশে পাশের লোকজনের   জনপ্রতিনিধি সহ প্রশাসনের নিকট  দাবি  শ্বশান ঘাটের চারপাশে ওয়াল নির্মান। সেটা না হলো লাশ দাহ করার সময়  লোকজন সংশয়ে থাকবে।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.