গজারিয়ায় অতিবৃষ্টিতে ধসে পড়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর.!!
নিজস্ব প্রতিবেদক # মুন্সীগঞ্জের গজারিয়ায়.মুজিব শতবর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে নির্মাণ করা ২৮টি ঘরের মধ্যে ১টি ঘরের বারান্দা বৃষ্টির পানিতে ধসে পড়েছে ।চলতি বছরের জানুয়ারি মাসে ঘরগুলো হস্তান্তর করা হয়। ক্ষতিগ্রস্ত ঘর মালিকেরা অভিযোগ করে বলেন, এসব ঘর তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। মেঝের সিমেন্টের আস্তর উঠে যাচ্ছে। হস্তান্তরের শুরু থেকে ছিল না পানি ও বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা।
স্থানীয় েএলাকাবাসী মনে করেন বৃষ্টির পানি সরানোর সঠিক ব্যাবস্থা না নিলে ঘরগুলো একের পর এক ধ্সে পড়বে।
বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সহিদুজ্জামান জুয়েল মুন্সীঞ্জ নিউজ ২৪ ডট নেটকে জানান অতিবৃষ্টির কারনে ভুমিহীনদের দেওয়া একটি ঘরের বারান্দা ভেঙে গেছে, দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।
উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপন কর্মকর্তা মো. তাইজুল ইসলাম জানান
বিষয়টি আমি অবগত হয়েছি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।