গজারিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনে ৫০হাজার টাকা জরিমানা
এস এম নাসির উদ্দিন মুন্সীগঞ্জ নিউজ২৪ ডট নেট # মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মুদারকান্দিতে তিন ফসলী ও খাস জমির মাটি কাঁটার অপরাধে গজারিয়া সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াছমিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদলত একটি মাটি কাটার ভেকু ও তিনটি হাইড্রোলিক ট্রলি ও তিন জনকে আটক করে,৫০,০০০/(পঞ্চাশ হাজার)টাকা জরিমানা করে,। মাটি কাঁটার সকল যন্ত্রাংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।জানা যায়,এই মাটি কেটে স্থানীয় একটি ইট ভাটায় বিক্রির পায়তারা করছিল একটি চক্র।