গজারিয়ায় আইইবির মত বিনিময় সভা
এস এম নাসির উদ্দিন ## বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় মত বিনিময় সভা করেছে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)।সোমবার সকালে বাউশিয়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)’র সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (আইইবি)’র যুগ্ন সাধারণ সম্পাদক ও এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশিদ,(আইইবি)’র সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন এর সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিন, এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী আরজুরুল হক আরজু, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন সহ অনেকে।