শিরোনাম

গজারিয়ায় আওয়ামীলীগের দুইপক্ষের সংঘর্ষে আহত-৬ থানায় পাল্টাপাল্টি অভিযোগ

0

গজারিয়ায়   আওয়ামীলীগ   দুই  পরিবারে  সংঘর্ষ  আহত  ৬, থানায়  পাল্টা পাল্টি অভিযোগ।

শেখ নজরুলঃ গজারিয়ায়  উপজেলার গুয়াগাছিয়া  পুরান  চাষি  গ্রামে   কিশোরদের খেলায়  চর থাপ্পর কে কেন্দ্র করে   একই গ্রামের      সাবেক ইউপি চেয়ারম্যান  দাইয়ান খান ও  বর্তমান  ইউপি চেয়ারম্যান  মোহাম্মদ আলী  খোকনের চাচাতো ভাই  মোঃ মিন্টু  এবং বাবুল মুন্সী  পরিবারের মাঝে   সংঘর্ষের ঘটনায়  উভয় পক্ষে  ৬ জন আহত  হওয়ার  খবর পাওয়া গেছে। 

গুয়াগাছিয়া পুরান চাষি  প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে  শুক্রবার  ২৯ মে বিকেলে  কিশোরদের  খেলাধুলায়   একই গ্রামের  মিন্টু  মিয়ার ছেলে  সজিব(  ১৮)  কামাল  হোসেনের ছেলে  সুমন(  ১৮) পরস্পরের মধ্যে মারামারি  হয়।    এ ঘটনার জের ধরে দুই    আওয়ামী  পরিবারের মাঝে   সংঘর্ষের ঘটনায় আওয়ামীলীগের প্রবিন নেতা দাইয়ান খানের তিন ছেলে  সজিব খান, কামরুল  খান,  সেতু  খান  আহত হয়। আহতরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে  চিকিৎসাধীন আছেন।

আহত সজিব খান জানায় প্রভাববিস্তার  কে কেন্দ্র করে   বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের সমর্থকরা ( ভাইয়েরা)  হামলা চালিয়ে  তাদের  পক্ষের  ৩ ভাইসহ ৮ জনকে আহত  করেছে।   অপর দিকে  মিন্টু  ও বাবুল মুন্সী  জানান   প্রাইমারি স্কুল  মাঠে খেলায় ঠেলাধাক্কা কে কেন্দ্র করে  প্রথমে  দাইয়ান খানের  ছেলে  কামরুল  ও সজিব খানের দল মিন্টুর  বাড়িতে   হামলা চালায়  ।   বাবুল মুন্সীর বাড়িতে   হামলা চালিয়ে    বাবুল মুন্সীসহ তার দুই ছেলে  ফারুক  ও  রোবেল কে পিটিয়ে  আহত  করেছে   কামরুল  গ্রুপ ।   এ ঘটনার সময়ে  এলাকার  লোকজন  প্রতিহত করতে চেষ্টা  করলে  এ ঘটনা  ঘটেছে।

গজারিয়া  থানা  তদন্ত  ওসি  মামুন  আল রশিদ  জানান  সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে  অভিযোগ  হয়েছে  তদন্ত  পূর্বক ব্যবস্থা  নেয়া হবে।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.