গজারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক # মুন্সীগঞ্জের গজারিয়ায় সোমবার ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছ।

গজারিয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: তানেছ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, মুক্তিযোদ্ধা রফিক কমান্ডার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আরা, মাথাবাঙ্গা মহিলা আলিম মাদ্রাসার অধক্ষ্য আ: আলিম,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ মহসিন মিয়া,মোঃ বজলুর রহমান, মোহাম্মদ মোস্তফা মিয়া । এতে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।