গজারিয়ায় উপজেলা পরিষদের মাসিক সভা
এস এম নাসির উদ্দিন # মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদের মাসিক সভা উপজেলা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। ৷ উপজেলা পরিষদের চেয়ারম্যান অামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউলইসলাম চৌধুরী, অফিসার ইনচার্জ রইছ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অাতাউর রহমান নেকী,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা অাক্তার অাখি,গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ অারফিন্ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান গন।