গজারিয়ায় এস এস সি পরিক্ষার্থীকে হত্যা চেষ্টায় অভিযোগ
শেখ নজরুলঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থী মেহেদি হাসানকে হত্যা চেষ্টার অপরাধে পরিক্ষার্থীর বাবা সবুজ ফকির বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
বাদী সবুজ ফকির জানান রোববার রাতে একই বিদ্যালয়ের আবাসিক হোটেলে থাকা তার ছেলে মেহেদি হাসানকে গুয়াগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কালামের চক্রান্তে একই গ্রামের জাকির ঢালীর ছেলে বায়জীদসহ বহিরাগত মাহাবুব মেহেদিকে ডেকে নিয়ে যায়। তিনি আরও জানান আমার ছেলে জাল টাকার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা মেহেদিকে হাত পা এবং মুখ বেধে হত্যার চেষ্টা চালায়। ছেলেকে গ্রাম থেকে দুরে নিয়ে মারপিট করার সময় আশেপাশে লোকের উপস্থিতি জেনে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মেহেদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যে চিকিৎসাধীন আছে। অভিযোগের বিষয়ে গজারিয়া থানা এস আই হাবিব জানান ঘটনার সত্যতা পাওয়া গিয়াছে ।