গজারিয়ায় এস কে রেসিডেন্সিয়াল স্কুলের SSC২০২১ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
এস এম নাসির উদ্দিন ঃ মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর নানা আনুষ্ঠানিকতায় এস কে রেসিডেন্সিয়াল স্কুলের এস এস সি ২০২১ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল বিদ্যালয় আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্বিদ্যালয়ের ভাইস চ্যান্সলর অধ্যাপক ড.আবুল খায়ের,প্রধান আলোচক হিসাবে ছিলেন জাতীয় বিশ্বিদ্যালয়ের পরীক্ষক মুক্তিযোদ্বা আব্দুল খালেক আলো, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক গজারিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম নাসির উদ্দিন,
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এস কে রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সুমন কায়সার সহ বিদায়ী শিক্ষার্থীরা। এই সময় স্কুলের বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য ও সঙ্গীত পরিবেশন করে। শিক্ষার্থীরা বিদায়ী মানপত্র পাঠ করে আবেগ আপ্লোত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।