গজারিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
আল আমিনঃ মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গজারিয়া থানায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গজারিয়া থানার উদ্যোগে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও ক্রাইম ) মাে. মাহফুজ আফজাল।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী প্রমুখ।
এ সময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, কমিউনিটি পুলিশের নেতাসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাে. মাহফুজ আফজাল জঙ্গিবাদ,মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সমাজে সকল শ্রেনী পেশার লোকদের সহযোগিতা কামনা করেন।