শিরোনাম

গজারিয়ায় ওষুধের দোকানে দূরত্ব বজায় রাখতে চিহ্ন এঁকে দিচ্ছে গজারিয়া থানা

0

এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ 24.net) মুন্সীগঞ্জের গজারিয়ায়  আজ শনিবার  গজারিয়া থানার উদ্যোগে  উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে  দূরত্ব বজায় রাখতে চিহ্ন এঁকে দিয়েছে গজারিয়া থানা। গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন গজারিয়ায় ওষুধের দোকানে কেনা কাটার দূরত্ব বজায় রাখতে সাংকেতিক চিহ্ন এঁকে দিয়েছে গজারিয়া থানা পুলিশ। দেশের এই ক্রান্তিলগ্নে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ,।  করোনা প্রতিরোধে মুন্সিগঞ্জ news24.net কে জানান ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে  বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, করোনা একটি ভয়াবহ ভাইরাস যে রোগের চিকিৎসা নাই,

                   মুন্সিগঞ্জ নিউজ 24 ডট নেট

করোনা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধুতে হবে, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবেন না, এক স্থানে জরো হওয়া যাবে না, ৫ ওয়াক্ত নামাজ পরে আল্লাহর রহমত কামনা করতে হবে, বিদেশ থেকে কেউ দেশে আসলে কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টান থাকতে হবে।
নিত্যপ্রয়োজনিও দোকান যেমন ঔষধের দোকান, বিকাশ ফ্লাক্সীলোডের দোকান, জরুরী খাদ্য সামগ্রী দোকান  ছাড়া সবরকমের দোকান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকার আহ্বান জানিয়েছেে গজারিয়া থানা।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.