গজারিয়ায় কমিউনিটি পুলিশ ডে পালিত
আল আমিন :- ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে নিয়ে আজ দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হচ্ছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার অংশে র্যালী এবং গজারিয়া থানা প্রাঙ্গণে কেক কেটে উৎযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, কমিউনিটি পুলিশের গজারিয়া উপজেলা সভাপতি নাসির উদ্দিন মিয়াজি, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার ফরাজী, টেংগার চর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন মাস্টার প্রমুখ।