শিরোনাম

গজারিয়ায় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হওয়ায় মিষ্ঠি বিতরন অনুষ্ঠিত-

0

জাকির হোসেন দর্জিঃ  মুন্সীগঞ্জের গজারিয়া আলহাজ্ব মজিবুর রহমান ঢাকা বিভাগের সহ-সভাপতি পদ পাওয়াকে কেন্দ্র করে,দলীয় নেতা কর্মীদের মাঝে উল্লাস ও মিষ্ঠি বিতরন করা হয়।

শুক্রবার সকালে রসুল পুর খেয়াঘাট সংলগ্লে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যালয়ের সম্মুখে উপস্থিতি দলীয় নেতাকর্মী মাঝে আনন্দ উল্লাস ও মিষ্ঠি বিতরন করতে দেখা যায়।উপস্থিতি অংশগ্রহন কারি নেতাকর্মীদের মধ্য থেকে রেজাউল করিম মেম্বার,জামাল হোসেন মিয়াজী,আতাউর রহমান (খোকন),সিদ্দিকুর রহমান মেম্বার, সাইফুর রহমান দর্জি, তাবারক ও আবুল বাশার ঢ়াড়ীসহ অনেকই জানান,গজারিয়ার কৃতি সন্তান আলহাজ্ব মজিবুর ররহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সহ-সভাপতি হয়েছেন,এতে আমরা গজারিয়াবাসী গর্ভীত,বর্তমান সরকারের আমলে দলীয় অনেক কার্যবিধি থেকে আমরা বিরত আছি, সকল নেতাকর্মী নিয়ে অনুষ্ঠানটি বড় আকারে করলে জনসমুদ্রের পরিনত করতে পারি কিন্তু সরকারের লোক দিয়ে আমাদের বাধাঁর সৃষ্ঠি করবে,তাই আমরা  সল্পতার মধ্যে মনের ভাবটুকু প্রকাশ করলাম।তবে এতটুকু বলতে পারি বি এন পি-কে বাংলাদেশের জনগন মনে প্রানে ভালবাসে।আলহাজ্ব মজিবুর রহমান প্রমান করেছেন গজারিয়ায় দলীয় নেত্রীত্ব হাতে নেওয়ার কেউ আছে।যদি দলের উর্ধতন নেতাদের নির্দেশ পাই তবে কেন্দ্রীয়  নেতাকে গজারিয়ার সকল জনতা আনুষ্ঠানিক ভাবে বরন করে নিবো।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.