গজারিয়ায় গরু চুরির হিরিক
মোঃ আলমগীর হোসেন মিঞা (স্টাফ রিপোর্টার) # মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে টেংগারচর ইউনিয়নের উত্তর-শাহাপুর গ্রামের আঃ আজিজের ৪ টি গরু, ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের৷ মিজানুর রহমান শঞ্জ চৌধুরীর ২ টি গরু চুরি হয়।
উত্তর শাহাপুড় গ্রামের আঃ আজিজ মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট কে জানান তার চুর হয়ে যাওয়া গরুর মূল্য আনুমানিক বাজার মুল্য ৪ লক্ষ টাকা। আমি আমার ছেলে মেয়ে নিয়ে পথে বসা ছাড়া আর কোন উপাই নাই। অদ্য শুক্রবার দিবাগত রাতে ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামে। একই ব্যাক্তির ৪ টি গরু চুরি হয় । এলাকাবাসী ও কৃষকসূত্রে জানা যায় গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকদের গবাদিপশু গরু চুরির হিরিক বেরে গেছে, সাবলম্ভী কৃষকরা নিঃস্ব হচ্ছে । সাধারণ কৃষকরা পথে বসার উপক্রম। ইতি পুর্বে গজারিয়া ইউনিয়নের বাঁস গাও গ্রামে, ইমামপুর ইউনিয়নে হোগলাকান্দী দৌলতপুর গ্রামে বাউশিয়া ইউনিয়নে মধ্যে বাউশিয়া গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। সিকদার এগ্রো ফার্মের সত্তাধিকারী আক্তারুজ্জামান জানান প্রতি বছর শীত এলেই গরু চোরির ঘটনা বেড়ে যায় সেই মূহুর্তে পুলিশ তৎপর হলে বা ২/১ টি গরু চোর ধরতে পারলে গরু চোরের মূল হোতা বের করা অনেকটা নিশ্চিত হওয়া যেতে পারে । গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনের নিকট গরু চুরির বিষয়ে জানতে চাওয়া হলে মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।