গজারিয়ায় গরু চোর আটক
নিজস্ব প্রতিবেদক (মুন্সিগঞ্জ নিউজ 24.net) # মুন্সীগঞ্জেের গজারিয়া উপজেলার করিমখাঁ গ্রামে মোবারক হোসেনের ছেলে শামীম সরকার শনিবার দিবাগত রাত্রে একই গ্রামের মোকছেদ অালীর গরু চুরি করে পাশের গ্রাম হোগলাকান্দি হায়দার আলীর ছেলে মস অালী ও পুত্র মিজানের মাধমে একই গ্রামের সালাউদ্দিনের নিকট ২৩ হাজার টাকায় চোরাই গরু বিক্রি করেন। পরেরদিন রবিবার বিষয়টি নিয়েএলাকায় জানাজানি হলে এবং বিক্রিত গরুর বাকি টাকা অানতে হোগলাকান্দি গেলে বাকি টাকা নিয়ে দালাল ু গরুচোর ু সালাউদ্দিনের মাঝে তর্কের সৃষ্টি হয় । খবর পেয়ে রবিবার সকালে গজারিয়া থানা গরু চুরির ঘটনায় গরু সহ চোর মোঃ শামীম সরকার (৩৮) অাটক করে।ইতিপূর্বে হোগলাকান্দি গ্রামে প্রায়ই গরু চোর ধরা পড়ে। ঐ গ্রামের গরু চুরির ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় আনতে দরকার মনে করেন গ্রামের সুশীল সমাজ ।