গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গজারিয়ায় গৃহবধুর লাশ উদ্ধার.
জাকির দর্জিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় নুরুন্নাহার (২২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে গজারিয়া থানার (তদন্ত কেন্দ্র) পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ইউপি সদস্য জুসনা বেগমের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার স্বামী মো: শামীম হোসেন একজন ব্যাটারী চালিত অটোরিক্সা চালক। তারা গত ৩ মাস পূর্বে উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ইউপি সদস্য জোৎসনা বেগমের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার বাড়ী দিনাজপুর জেলার নবাবপুর থানার পুঠিমাড়ি গ্রামে বলে জানা গেছে। তবে উদ্ধার করা মৃত ব্যক্তির বাবার বাড়ির ঠিকানা জানা যায়নি।
গজারিয়া থানার তদন্ত কেন্দ্রের উপ-পরিদশক গোলাম কিবরিয়া জানান, তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করি এবং ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাস দেয়া অর্ধ জুলন্ত লাশটি উদ্ধার করি। তবে তার স্বামী পলাতক থাকায় সঠিক কারণজানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। রির্পোট পাওয়ার পর সঠিক কারণ বলা যাবে বলে জানান।