গজারিয়ায় ছাত্রলীগ নেতার পরিবারের উদ্যোগে ৫০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
মুুুন্সিগঞ্জ নিউজ২৪.নেটঃ
আজ দুপরে বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদি হাসান রাজুর পরিবারের পক্ষ. থেকে করোনায় ক্ষতিগ্রস্হ এমন ৫০০ শত টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। প্রতি বছর ছাত্রলীগ নেতার মৃত দাদা দাদির রুহের মাহফেরাত কামনা করে রমযানে দোয়া করা হয়।তার ধারাবাহিকতায় এই বছর আয়োজন করা হয়।তবে এই বছর করোনায় মূলত যারা ক্ষতিগ্রস্হ এমন পরিবারকে বাছাই করে ইফতার সামগ্রী বিতরন করা হয়।এরপর তার মৃত দাদা দাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রাজু সবার কাছে তার দাদির মাফফেরাত কামনায় দোয়া কামনা করেন।