শিরোনাম

গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধে সহোদর বোন ও ভগ্নিপতি পিটিয়ে জখম করল ভাইকে!!

0

প্রতিনিধি  গজারিয়া ( মুন্সীগঞ্জ):  মুন্সীগঞ্জের গজারিয়ায়  পৈত্তিক জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে পিটিয়ে ভাইকে  জখম করার অভিযোগ  ৩ সহোদর  বোন এবং ২ ভগ্নিপতির বিরুদ্ধে। 

উপজেলার  বড় ভাটেরচর  গ্রামে   রোববার  সকালে  আহত মোহাম্মদ আলীর মুদি দোকানে  এ ঘটনা ঘটে।   বড় ভাটেরচর গ্রামের আব্দুল হাশেমের  (হয়রত আলী)ছেলে আহত  মোহাম্মদ আলী(৩৩) জানান  পৈত্তিক জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে  ভগ্নিপতি মাহফুজ মেম্বার, তারেক এবং ৩ সহোদর  বোন শেফালী,শিল্পী,শিউলীসহ ৬ থেকে ৮ জন  পিটিয়ে  জখম   করেছে  তাকে।   তিনি আরও জানান এ সময় হামলাকারীরা   তার দোকানে থাকা নগদ টাকা লুটপাটসহ  মালামাল ভাংচুর  এবং দোকানের দুই কর্মচারী  মো: আকিদুল ইসলাম ও হোটেল কর্মচারী হক মিয়াকে  মারধর  করেছে। আহত মোহাম্মদ আলী কে  উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্স এ নেওয়া হলে  গুরুতর  জখম থাকায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়।  গজারিয়া থানা এস আই উত্তম  ঘটনার  সত্যতা নিশ্চিন্ত  করে জানান  অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.