গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধে সহোদর বোন ও ভগ্নিপতি পিটিয়ে জখম করল ভাইকে!!
প্রতিনিধি গজারিয়া ( মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের গজারিয়ায় পৈত্তিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে ভাইকে জখম করার অভিযোগ ৩ সহোদর বোন এবং ২ ভগ্নিপতির বিরুদ্ধে।
উপজেলার বড় ভাটেরচর গ্রামে রোববার সকালে আহত মোহাম্মদ আলীর মুদি দোকানে এ ঘটনা ঘটে। বড় ভাটেরচর গ্রামের আব্দুল হাশেমের (হয়রত আলী)ছেলে আহত মোহাম্মদ আলী(৩৩) জানান পৈত্তিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভগ্নিপতি মাহফুজ মেম্বার, তারেক এবং ৩ সহোদর বোন শেফালী,শিল্পী,শিউলীসহ ৬ থেকে ৮ জন পিটিয়ে জখম করেছে তাকে। তিনি আরও জানান এ সময় হামলাকারীরা তার দোকানে থাকা নগদ টাকা লুটপাটসহ মালামাল ভাংচুর এবং দোকানের দুই কর্মচারী মো: আকিদুল ইসলাম ও হোটেল কর্মচারী হক মিয়াকে মারধর করেছে। আহত মোহাম্মদ আলী কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে গুরুতর জখম থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গজারিয়া থানা এস আই উত্তম ঘটনার সত্যতা নিশ্চিন্ত করে জানান অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।