শিরোনাম

গজারিয়ায় জাগ্রত মানবতার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

0

 

গজারিয়া সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় জাগ্রত মানবতা সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি বড় রায়পাড়া এলাকায় অবস্থিত উপজেলা মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে প্রায় ৩০০ দরিদ্র শীতার্তদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারি পরিচালক ও জাগ্রত মানবতা সংগঠনের সভাপতি মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে  সভায় বিশেষ অতিথি ছিলেন বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো: শহিদুজ্জামান জুয়েল, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য নাজমুল হোসেন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: হাবিবুর রহমান, প্রকৌশলী মোঃ মহিদুল ইসলাম মিশন,  জাগ্রত মানবতা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: সোহেল রানা, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জালাল মেম্বার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: হাসান মাহমুদ রিপন, ৫নং ওয়াডের ইউপি সদস্য মো: সালাউদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.