গজারিয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
এস এম নাসির উদ্দিন :মুন্সীগঞ্জে গজারিয়ায়, রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বালুয়াকান্দি কুতুবিয়া কনভেনশন সেন্টারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোলায়মান দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তানেজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য নাজমুল হোসেন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লা মেম্বার,সাধারণ সম্পাদক আল আমিন প্রধান, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মন্টু , গজারিয়া উপজেলা ছাএ লীগের সভাপতি সোলায়মান সরকার, সাবেক জেলা ছাএ লীগ নেতা আজিজুল হক পার্থ প্রমুখ।