শিরোনাম

গজারিয়ায় ডঃ এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন!!

0

এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সিগঞ্জের গজারিয়ায় শুক্রবার দুপুরে ( বাদ জুমা) তাহরিকে খতমে নবুয়ত আল্লামা ডক্টর এনায়েত উল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী পীর সাবেব  হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা অভিযোগ কারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির  দাবিতে মানব বন্ধন করা হয়। মানব বন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে গজারিয়া উপজেলার তাহরিয়ে খতমে নবুয়ত কমিটির সভাপতি নিজাম ভূইয়া, সাধারণ সম্পাদক জিএস শাহীন, উপদেষ্টা মাহবুবুল হক শাহীন, মেঘনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুরুজ গাজী, দাউদ কান্দি থানা কমিটি সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও মুবাল্লীগ সায়েদুল বাড়ী আলমগীর হোসেন, আঃ হাই আনোয়ার, জামান, রমজান সহ এলাকার শতশত ধর্মপ্রাণ মুসলমান এই মানব বন্ধনে অংশ গ্রহণ করে এবং তাদের একটাই দাবি গনকমিশনের মিথ্যা তথ্যের বিরুদ্ধে এনায়েত উল্লাহ আব্বাসির জুরালো বক্তব্যের নিকট হেরে গিয়ে গনকমিশনের সদস্য একটা মিথ্যা মামলা দায়ের করেন। তাই এই গনকমিশনের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে নতুবা বাংলাদেশের সকল আলেম সমাজ আরও কঠোর কর্মসূচি পালন করবে।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.