গজারিয়ায় থাদ্য সামগ্রী বিতরণ করেন –প্রকৌশলী -মামুন
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ টুয়েন্টি ফোর ডট নেট) #৷ মুন্সীগঞ্জের গজারিয়ায় এল জি ই ডি ‘র প্রকল্প পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিীগঞ্জ অঞ্চলের উপদেষ্টা,প্রকৌশলী মামুনুর রশীদ করোনা প্রতিরোধে দিনমজুর খেটে খাওয়া ঘর বন্ধি মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরন করেন।
রবিবার বিকালে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে প্রকৌশলী মামুনুর রশিদ,শিল্পপতি মোঃজহির,ঠিকাদার আল আমিন,উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমানসহ কতিপয় বিত্তবানদের অর্থায়নে ৫ শত নিন্ম আয়ের মানুষকে খাদ্য সামগ্রী বিতরন করেছে। প্রকৌশলী মামুনুর রশিদ জানান সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রাšত। বাংলাদেশ জন বহুল দেশ। মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে করোনা প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের আজ ২৪ থেকে ২৫ তম দিন।দেশের কোটি কোটি লোক বেকার হয়ে যাচ্ছে। দিনমজুর খেটে খ্ওায়া লোক,গারমেন্স শ্রমিক তাদের তালিকা করে গজারিয়া উপজেলায় প্রথম ধাপে ৫ শত লোককে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। তিনি র্আও জানান ধারাবাহিক তালিকা করে ভাইস চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মিশন,শিল্পপতি জহিরসহ কয়েকজন মিলে সকলের সহযোগীতায় বিতরন কাজ অব্যাহত রাখব। দূর্যোগ সময়ে কোন লোক অনাহারে থাকবে না। সকাল ১০ টায় অসহায় মিশুক,রিক্যা,সিএনজি চালক,মাঝিও দিনমজুর খেটে খ্ওায়া মানুষদের কে খাদ্য সামগ্রী বিতরন করেছে খাদ্য সামগ্রী প্যাকেটে রয়েছে চাল,ডাল,চিনি,আলু,তৈল,সাবান ও লবন ।