শিরোনাম

গজারিয়ায় দুর্ধর্ষ ডাকাত চক্রের ৬ সদস্য আটক

0

নিউজ ডেস্ক ঃ  মুন্সীগঞ্জের  গজারিয়ায় দুর্ধর্ষ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। শুক্রবার রাত চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরবাউশিয়া এলাকার বালুর মাঠ সংলগ্ন ড্রাগন ফলের বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকে ওই এলাকায় ছদ্মবেশে ওত পেতে ছিল। ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রো বাস ঢাকা মেট্রো চ -১৫- ৮৭১৬, দেশীয় অস্ত্র রাম দা, ছুরি, চাপাতি, কিরিজ, হাতুড়ি, লোহার রড,লোহার পাইপ, গাছ কাটার করাত উদ্ধার করে পুলিশ। আটককৃত ডাকাত রুবেল (২৮) গজারিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের,বালুয়াকান্দি তেতৈতলা গ্রামের আক্তার (৩২), দাউদকান্দি কুমিল্লার রিপন( ২৬), নবাবগঞ্জ ঢাকার আতাউর রহমান লাল (২২), মেহেদীগঞ্জ বরিশালের শামীম (২২), সোহাগ হাওলাদার (২৫) পটুয়াখালী বলে পুলিশ নিশ্চিত করেছেন। গজারিয়া থানার ওসি হারুন-অর-রশিদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করতো এই দলটি। আটক কৃতদের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক সহ একেক জনের পাঁচ থেকে আটটি করে মামলা রয়েছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ এর নেতৃত্বে ওসি তদন্ত মামুন, এসআই নুরুল ইসলাম,হাবিবুর রহমান, উত্তম কুমার বিশ্বাস, এ এস আই বাদল, তৌহিদ, শহিদুল, মনির,সালামসহ ও ভবেরচর হাইওয়ে পুলিশ একসাথে কাজ করে এ দলটিকে ধরতে সক্ষম হয়েছে।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.