গজারিয়ায় দেশীয় অস্ত্র সহ দুজন গ্রেফতার
আলমগীর হোসেন মিঞা (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায় গতকাল বুধবার দেশীও অশ্রসহ দুইজনকে আটক করেছে গজারিয়া থানার পুলিশ।
গজারিয়া উপজেলার খেয়াঘাট এলাকা থেকে গজারিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মনির হোসেন(৩৮) পিতা খলিল হোসেন বাঘ,এবং আমির হামজা(২০) পিতা মজিবর রহমান, দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত দুজনের বাড়ী গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ের হোগলাকান্দী গ্রামে।