গজারিয়ায় দোকান মালিক সমিতির সভা অনুষ্ঠিত
এস এম নাসির উদ্দিন # মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা- জামালদি বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতি আহব্বায়ক কমিরির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জামালদি বাস স্ট্যান্ড সংলগ্ন নেয়ামত শুকরিয়া শপিং কমপ্লেক্সে শুকরিয়া রেস্টুরেন্টের মিলনায়তনে সমিতির সদস্যদের উদ্যোগে এ আলোচনা সভা হয়। আহবায়ক কমিটির প্রধান হাজী মো:মমিনুল হক টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মাসুদ রানা এবং সদস্য জাকির হোসেন, শাহ আলম সহ ১৯ জন সদস্য। আহব্বায়ক হাজী মো: মমিনুল হক টিটু মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে জানান গঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। এই সমিতি জামালদী বাস ষ্ট্যান্ড এলাকায় প্রায় ৩০০ দোকান মালিক নিয়ে গঠিত হবে। তিনি আরও জানান সমিতির নিয়ম নীতির মাধ্যমে এই এলাকায় সুলভ মুল্যে গ্রাহক তার পছন্দের পন্য কিনতে পারবে।