শিরোনাম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩ বার অভিযোগ পরিবর্তন করে নির্দোষ সাংবাদিককে আসামি করে মামলা !!

0

আল আমিন (গজারিয়া প্রতিনিধি): মুন্সীগঞ্জের গজারিয়া থানায়  ৩ বার অভিযোগ পরিবর্তন করে      দৈনিক সংবাদের গজারিয়া প্রতিনিধি,বাংলাদেশ মানবাধিকার কমিশন টেঙ্গেরচর ইউনিয়ন শাখার সভাপতি, বাংলাদেশ অনলাইন মিডিয়া ফোরাম গজারিয়া উপজেলা সভাপতি নির্দোষ শেখ নজরুল ইসলামকে  এজাহারে অন্তরভূক্ করা  হয়েছে। সাংবাদিক শেখ নজরুল ইসলাম গজারিয়া উপজেলার সকল  গণমাধ্যম কর্মীদের জানান আমি হলফ করিয়া বলতে পারি আমি নির্দোষ। এজাহারে উল্লিখিত ঘটনার সাথে আমি জড়িত নই।  ২৬ মে রাতে পূর্ব শত্রুতার জেরে  উপজেলার টেঙ্গেরচর ইউনিয়নের বড় ভাটের চর গ্রামে ছাত্রলীগনেতা শামীম আহমেদ জয়কে একই গ্রামের কতিপয় লোকজন মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া থানায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বড় ভাটেরচর গ্রামে  বাদী শামীম আহমেদে জয়ের একাধিক অভিযোগ পরিবর্তন করে যাচাই বাছাই ও তদন্ত না করে তৃতীয়বারের অভিযোগে সাংবাদিক শেখ নজরুল ইসলামকে আসামী হিসাবে অন্তরভূক্ত করেছে গজারিয়া থানা পুলিশ । অভিযোগের বাদী শামীম আহমেদ জয় জানান রাতের ঘটনায় প্রথম অভিযোগে সব আসামীর নাম না থাকলেও তদন্তে সাংবাদিক শেখ নজরুল ইসলাম জড়িত থাকায়  অন্তরভূক্ত হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক(এস আই) মোয়াজ্জেম হোসেন জানান মামলা পাওয়ার পর আসামীদের বিষয়ে তদন্ত কাজ শুরু করেন নাই ।গজারিয়া থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মামুন আল রশিদ জানান মামলার আসামী নজরুল রয়েছে তবে সে আসামী সাংবাদিক শেখ নজরুল নয়। একাধিক অভিযোগ পরিবর্তন করে  এজাহারে নতুন আসামী করার বিষয়ে  জানতে চাওয়া হলে অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মামুন আল রশিদ জানান দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা বা অভিজ্ঞতা নেই বলে জানান।

 

 

 

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.