শিরোনাম

গজারিয়ায় পুকুরের খুঁটি তুলে ফেলার অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদকঃগজারিয়ায়  পুকুরের  বেড়া ও খুটি রাতের আধারে তুলে ফেলার অভিযোগ

গজারিয়ার শ্রীনগর মৌজার  কোর্টের নির্দেশ  অমান্য করে নালিশী  পুকুরের জালি,  তারের বেড়া ও খুটি রাতের আধারে জোর পূর্বকভাবে  তুলে পাশের জমি ও ডোবায় ফেলে রাখার অভিযোগ  করেছেন  একই জমির  দাবিদার বিবাদীদের বিরুদ্ধে।

উপজেলার শ্রীনগর মৌজায় দেঃমোঃ ১১৪/০১৯ মামলার বাদী  মোঃ নান্টু মাষ্টার  জানান  নালিশী জমি আর এস খতিয়ান ৩০৪ এর ৬৮শতাংশর অন্দরে ৩৮শতাংশ নিয়ে দুই পক্ষের  মাঝে  কোর্টের  নির্দেষ বহাল আছে। বুধবার দিবাগত  রাতে বিবাদী শাজাহান সরকার, তার ছেলে  উজ্জল,রবিউল,ভাতিজা আলমগীর,জাকির,রিপনসহ মুখুশধারী ২০ থেকে ৩০ জন যুবক মিলে  আমাদের বাড়ী  আবরোধ করে জোর পুর্বক ও এলাকায় আতংক্য সৃষ্টি করে আমাদের দখলকৃত  পুকুরের চার পাশে বেড়া   ও খুটি তুলে  ফেলে দেয়।  গ্রামের লোকজন ডাকাত  আতংকে  মসজিদে আহ্বায়ন ন করলে   বেড়ার তার এবং  খুটি আশপাশের জমিতে  ফেলে  পালিয়ে যায়।  বৃহস্পতিবার সকালে গজারিয়া থানায়  একটি অভিযোগ করেছেন। এ বিষয়ে গজারিয়া থানা ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান  নালিশী পুকুর নিয়ে  কোর্টে  মামলা বিচারাধীন এবং উভয় পক্ষকে  যার যার অবস্থান বিদ্যমান থাকার নির্দেশনা আছে ।  বেড়া তুলে ফেলা  নিয়ে বাদী  অভিযোগ করেছে।  তদন্ত করে কোর্টে  প্রতিবেদন দেয়া হবে।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.